Calcutta High Court: ১০০ দিনের কাজের টাকা নিয়ে জোড়া জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ হাইকোর্টে। এই মামলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের হলফনামা তলব করল আদালত।
কলকাতা হাইকোর্ট |
একশো দিনের কাজের মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় আজ মঙ্গলবার। জোড়া জনস্বার্থ মামলার শুনানি মঙ্গলবার। রজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “এ নিয়ে কোনও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না রাজ্য। এটি একটি জনস্বার্থ মামলা। আমরা চাই রাজ্যের আসল উপভোক্তারা যেন প্রকল্পের সুবিধা পান। রাজ্যকে কখনও ভুল করে না এটা আমি বলব না।কিছু ভুল হতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয় অনেক রাজ্যের ক্ষেত্রেই হয়। প্রশ্ন হল, রাজ্য যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ পাঠিয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কেন তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাল না কেন্দ্র?”