দেখুন কিভাবে লাইভ(LIVE) লোকেশন শেয়ার করতে হয়

অনেক কারণ থাকতে পারে যার জন্য আমাদের লাইভ লোকেশন শেয়ার করতে হতে পারে। ধরুন আপনি কারো সাথে আপনার লোকেশন শেয়ার করলেন এবং সেই লোকেশন অনুযায়ী তিনি আপনাকে খুঁজতে আসলো। এখন এই সময় আপনি যদি অন্য কোনো কাজে একটু এদিক ওদিক চলে যান তাহলে তিনি আর আপনাকে খুঁজে পাবেন না। আর এই সমস্যার সমাধান হলো লাইভ লোকেশন। লাইভ লোকেশন আপনি যত সময়ের জন্য শেয়ার করবেন ততক্ষণ আপনার লোকেশন পরিবর্তন হলেও আপনি যার সাথে লোকেশন শেয়ার করেছেন তিনি আপনার সঠিক লোকেশন দেখতে পাবেন। লাইভ লোকেশন একটি দরকারি ফিচারই বটে। তো বন্ধুরা এই আর্টিকেল এ কিভাবে লাইভ লোকেশন শেয়ার করা যায় সেই টপিক নিয়েই আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।


How Share LIVE Location On Android?

এসএমএস এর মাধ্যমে শেয়ার করুন

এসএমএস এর মাধ্যমে সরাসরি কোনো জায়গার লোকেশন শেয়ার করা গেলেও লাইভ লোকেশন শেয়ার করা যায় না। এসএমএস এ লাইভ লোকেশন করার জন্য আমাদের গুগল ম্যাপ এর সহায়তা নিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে শেয়ার করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
  • প্রথমেই আপনার ফোনের গুগল ম্যাপ ওপেন করে টপ রাইট কর্নারে থাকা প্রোফাইল আইকন এ ক্লিক করুন।
  • এবার মেনু ওপেন হলে মেনুর নিচের দিকে স্ক্রল করে লোকেশন শেয়ারিং অপশন সিলেক্ট করুন। 
  • এখন শেয়ার লোকেশন বাটনে ক্লিক করুন তাহলে আপনার ফোনের কন্টাক্ট পারমিশন চাইবে, জাস্ট Allow করে দিন।

  • এবার শেয়ার পেজে কত সময়ের জন্য লোকেশন শেয়ার করতে চান সেটা সিলেক্ট করে যার সাথে লোকেশন শেয়ার করতে চান তার কন্টাক্ট নাম্বার এ ক্লিক করুন। 
  • কন্টাক্ট নাম্বারে ক্লিক করলে গুগল ম্যাপ আপনার কাছে লোকেশন লিঙ্ক শেয়ার করার পারমিশন চাইবে, আপনি জাস্ট OK বাটনে ক্লিক করুন। 
  • Ok বাটনে ক্লিক করার পর আবার আগের পেজে ফিরে আসবে এবং আপনি সেখানে একটি শেয়ার বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • শেয়ার বাটনে ক্লিক করার পর আপনার ফোনের ফিফল্ড মেসেজ অ্যাপ ওপেন হবে এবং মেসেজ ইনপুট ফিল্ডে আপনার লাইভ লোকেশন এর লিঙ্ক থাকবে। তো আর কি সেন্ড আইকন ক্লিক করে মেসেজটি সেন্ড করে দিন।

এতে আপনার মেসেজ এর রিসভার লিঙ্ক এ ক্লিক করলে গুগল ম্যাপ এ আপনার লাইভ লোকেশন দেখতে পাবে।


হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে শেয়ার

হোয়াটসঅ্যাপ ডিফল্ট ভাবেই লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা দেয় তাই আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সহজেই আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
  • প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করে যার সাথে লাইভ লোকেশন শেয়ার করতে চান তার কনভারসেশন ওপেন করুন।
  • এবার মেসেজ লেখার ইনপুট বক্সের পাশে থাকা এম্বেড আইকন এ ক্লিক করুন।
  • এবার যেহেতু আপনি লোকেশন শেয়ার করবেন তাই লোকেশন অপশন এ ক্লিক করুন।
  •  এবার হোয়াটসঅ্যাপ আপনার ফোনের লোকেশন অ্যাকসেস চাইবে, Allow করার জন্য কন্টিনিউ এ ক্লিক করুন।

  • এবার লোকেশন অ্যাকসেস চাইলে Allow করে দিন।
  • এবার যেহেতু আপনি লাইভ লোকেশন শেয়ার করবেন তাই সিম্পলি 'শেয়ার লাইভ লোকেশন ' অপশন এ ক্লিক করুন।
  • এবার কত সময়ের জন্য লাইভ লোকেশন শেয়ার করতে চান সেটা সিলেক্ট করে সেন্ড আইকন এ ক্লিক করুন। তাহলেই আপনার লোকেশন সেন্ড হয়ে যাবে।


ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে শেয়ার

হোয়াটসঅ্যাপ এর মত ফেসবুক মেসেঞ্জার ও ডিফল্ট ভাবেই লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা দিয়ে থাকে। তো মেসেঞ্জার এ লাইভ লোকেশন শেয়ার করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
  • প্রথমেই মেসেঞ্জার থেকে যার সাথে লাইভ লোকেশন শেয়ার করতে চান তার কনভারসেশন ওপেন করুন।
  • এবার মেসেজ ইনপুট বক্স বারের বাম পাশে থাকা ফোর ডট আইকন এ ক্লিক করে লোকেশন অপশন এর উপর ক্লিক করুন।
  • লোকেশন অপশন এ ক্লিক করার পর আপনার সামনে যে পেজ আসবে সেখানে একটি OK বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

  • এবার একটি ম্যাপ এবং নিচে শেয়ার লাইভ লোকেশন নামে একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার মেসেঞ্জার থেকে আপনার কাছে লোকেশন অ্যাকসেস চাইবে, আপনি জাস্ট Allow করে দিন।
  • এবার আবার শেয়ার লাইভ লোকেশন অপশন এ ক্লিক করুন তাহলেই লোকেশন শেয়ার হয়ে যাবে।
Previous Post Next Post